২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার, ০৫:৫৫ পিএম
লালমনিরহাট প্রতিনিধি
নতুনসময়.কম
![]() |
লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের পক্ষ থেকে ৪০০জন প্রান্তিক কৃষকের মাঝে এ সার বীজ বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, সিংগীমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন মিয়া।
মুসা
নতুনসময়.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।