১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার, ১১:২০ পিএম
নতুনসময়.কম
![]() |
একটু বয়স হলেই চোখ ঝাপসা, দৃষ্টি দুর্বল, হাত নড়বড়ে। ফলে স্বাভাবিকভাবেই সুঁই সূতা পরানোর মতো একটা সূক্ষ্ম জিনিস নিয়ে হিমশিম খেতে হয় বহু মানুষকে। অথচ সেলাই ফোঁড়াই করতে গেলে সুঁইয়ে সূতা পরানোটা আবশ্যিক।
এই কাজে সবার আগে ডাক পড়ে বাড়ির ছোটদের। তাদের পাত্তা না পাওয়া গেলে এমন কাউকে ডেকে আনা হয় যার দৃষ্টিশক্তি প্রখর। বাজারে সুঁই সূতা পরানোর এক ধরণের মেশিনও পাওয়া যায় ঠিকই। কিন্তু আমাদের আজকের প্রতিবেদনে এমন এক পদ্ধতির কথা বলা হবে যাতে এবার থেকে আপনি একাই এই কাজটা করে ফেলবেন অবলীলায়।
কোনও মেশিন বা কারও সাহায্য নেওয়ার দরকারই পড়বে না। আপনি নিজেই পারবেন। আগে হাতের তালুতে সূতাটা রাখুন। এরপর সুঁইয়ের ছিদ্রের দিকটা সেই সুতোর উপর রাখুন। এবার আড়াআড়ি হালকা করে ঘষতে থাকুন। ২-৩ বার ঘষার পরেই দেখবেন ধীরে ধীরে ছিদ্রের মধ্যে দিয়ে মাথা গলাচ্ছে সূতা। অনেকটা ঢুকে এলে আস্তে করে টেনে নিন সূতাটাকে। হয়ে গেল আপনার কঠিন কাজ সহজ।
মুসা
নতুনসময়.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।