১৩ জানুয়ারি ২০১৮ শনিবার, ০৫:০৬ এএম
নতুনসময়.কম
![]() |
মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
শুক্রবার (১২ জানুয়ারি) দিনের প্রথম ভাগে শাহ আলম এলাকার একটি আস্তানা থেকে তাদের আটক করা হয়।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলীর বরাতে এ খবর দিয়েছে দ্য স্টার অনলাইন।
মুস্তাফার আলী বলেন, আবাং বাংলা নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই নাটের গুরুসহ সবাই ঢাকা থেকে জাকার্তায় হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশ করে। এরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত।
তাদের দখলে থাকা ওই বাড়ির ওপর কয়েক সপ্তাহ ধরে নজরদারি করা হচ্ছিল বলে জানান এই অভিবাসন কর্মকর্তা।
মুস্তাফার বলেন, ২০ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশিদের কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় আকাশপথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি।
তিনি বলেন, এরা আগেও এখানে ছিল, অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় তাদের ধরা হয়েছিল। এ কারণেই তারা কালো তালিকাভুক্ত।
এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার মালয়েশীয় রিংগিত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
নতুনসময়.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।