০৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার, ০৩:৪৮ পিএম
নতুনসময়.কম
![]() |
দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজধানীতে তিন দিনের পৌষ মেলা শুরু হয়েছে। শিল্পী ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে ‘শিউলি ফোটা ভোরে’-গান দিয়ে শুক্রবার সকালে বাংলা একাডেমির নজরুল চত্বরে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মাটির ‘আইলা’ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় তিনি ধর্মান্ধ-মৌলবাদী গোষ্ঠীর বিস্তার ও প্রসার রোধে সাংস্কৃতিক কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘বাঙালি জীবনে পৌষ মেলার প্রভাব রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক সমাজ গঠনে এ আদর্শের লড়াই চালিয়ে যেতে হবে।’
‘ঋতুভিত্তিক বিভিন্ন আয়োজন ও উৎসব সারা দেশে ছড়িয়ে দিলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজের সম্পৃক্ততা বাড়ানো যাবে’ বলেও মন্তব্য করেন তিনি।
মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘সংস্কৃতি বাঙালির মেরুদণ্ডের মতো, শক্ত এক ভিতের উপর দাঁড়িয়ে আছে আমাদের সংস্কৃতি। হাজার বছরের এ ঐতিহ্যকে তুলে ধরতে আমাদের এর পরিচর্যা করতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
নতুনসময়.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।