১৯ জুন ২০১৭ সোমবার, ১২:৫৬ পিএম
নতুনসময়.কম
![]() |
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন পাথরঘাটা এলাকায় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম লক্ষ্মীপুর জেলার রামবাড়ী উপজেলার সৈয়দ নগর এলাকার রফিকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ফিশিংবোট কর্মচারী রহিম কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নতুনসময়.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।