১৬ এপ্রিল ২০১৮ সোমবার, ০২:০৩ পিএম
স্টাফ করেসপন্ডেন্ট
নতুনসময়.কম
![]() |
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভালো আছেন বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার (১৬ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই নেতা বলেন, ‘কারাবন্দির জন্য জেলকোডের বিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। কারা কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’
মেডিকেল বোর্ডর পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো অবহেলা হচ্ছে না। সাবেক পিএম হিসেবে তাকে (খালেদা জিয়া) উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।’
‘এখন খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন,’ যোগ করেন নাসিম।
পিডি
নতুনসময়.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।