০৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ০৪:০৪ পিএম
স্টাফ করেসপন্ডেন্ট
নতুনসময়.কম
![]() |
বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ড. নজরুল ইসলামের গবেষণা ও প্রস্তাব গ্রন্থের `আগামী দিনের বাংলাদেশ শীর্ষক` মোড়ক উন্মোচন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ও বিশিষ্ট গবেষক ড. নজরুল ইসলামের সদ্য প্রকাশিত ১০টি গন্থের আগামী দিনের বাংলাদেশ সম্পর্কে যে নতুন চিন্তা ও বিশ্লেষণ রয়েছে তা তুলে ধরা হয়েছে।
গেল বছরের ১২ জানুয়ারি জাতিসংঘের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলামের বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত প্রকাশিত ১০টি বইয়ের উপর একটি প্রাণবন্ত ও সারগর্ভ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক এম এম আকাশ, আহমাদ মাযহার এবং আহমেদ জাভেদ সম্পাদিত ‘আগামী দিনের বাংলাদেশ’-এর মাধ্যমে দেশের উন্নয়ন ধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও অন্তর্ভুক্ত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) শরিফ জামিল।
নতুনসময়.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।